জামালপুরের বকশীগঞ্জে ডেপুটেশনের এ্যাম্বুলেন্স দিয়ে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
এ্যাম্বুলেন্স সংকটের কারণে জরুরী চিকিৎসা সেবায় সংকটে আছে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২টি এ্যাম্বুলেন্সই অচঁল থাকায় পার্শবর্তী দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লক্কর ঝক্কর মার্কা এ্যাম্বুলেন্স দিয়ে চলছে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী স্বাস্থ্য সেবার কাজ। র্দীঘ দুই বছরেও বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স সমস্যার সমাধান হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছেন বর্তমানে পুরাতন এ্যাম্বুলেন্স দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডেপুটেশনে আনা হয়েছে।
জানা যায়, ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা গঠিত। লোক সংখ্যা প্রায় দুই লাখ। বকশীগঞ্জ উপজেলায় চিকিৎসা সেবার জন্য ৭টি উপস্বাস্থ্য কেন্দ্র, ২৫টি কমিউনিটি ক্লিনিক ও ১টি ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা পর্যায়ে অবস্থিত হলেও প্রায় জেলার সমপরিমান রোগীর চাপ থাকে।
ভৌগলিক সুবিধার কারণে পাশ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন, ইসলামপুর উপজেলার ৩টি ইউনিয়ন ও শ্রীবরদী উপজেলার একাধিক ইউনিয়নের মানুষ বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থাকে। ফলে ২০২২ সালের বিগত ৯ মাসে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় লক্ষাধিক রোগী চিকিৎসা সেবা নিয়েছে। এর মধ্যে জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছে ২০ হাজার ৯৩০ জন। কিন্তু বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন এ্যাম্বুলেন্স নেই। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২টি এ্যাম্বুলেন্সই অচঁল। ব্যবহারের অযোগ্য। বিগত দুই বছরেও এ্যাম্বুলেন্স সমস্যার সমাধান হয়নি। ফলে জরুরী চিকিৎসা সেবার চরম বিঘ্ন ঘটছে।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, নতুন এ্যাম্বুলেন্সের চাহিদা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে পার্শবর্তী দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি নতুন এ্যাম্বুলেন্স পেয়েছে। তাই তাদের পুরাতন এ্যাম্বুলেন্সটি ডেপুটেশনে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
নতুন এ্যাম্বুলেন্স পেলে তাদের পুরাতন এ্যাম্বুলেন্স ফেরত দিতে হবে। বর্তমানে সেই এ্যাম্বুলেন্স দিয়েই জরুরী চিকিৎসা সেবার কার্যক্রম চলমান আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন