নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান নিজ বাড়িতে আগমন উপলক্ষে নেতাদের মিলনমেলা
নেত্রকোনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান
এডভোকেট বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার (সজল) শনিবার (২৯ অক্টোবর) সকালে মদন উপজেলা চানগাঁও ইউনিয়নে হাঁসকুড়ি নিজ বাড়িতে আসলে দলমত নির্বিশেষে নেতাকর্মীরা চেয়ারম্যান ও তাঁর সহধর্মিণী পারভীন রাণীকে ফুলদিয়ে বরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চানগাঁও ইউনিয়নের কৃত্রি সন্তান উপজেলার আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দিন, তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম, চানগাঁও ইউপি চেয়ারম্যান উপজেলা ( বিএনপি) সভাপতি মোঃ নুরুল আলম তালুকদার, মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন, ভাইস চেয়ারম্যান, কল্পনা আক্তার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সবল চৌধুরী,
এছাড়াও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য মোঃ মনিরুল হাসান টিটু, ফরিদা ইয়াছিন, শহীদ আঃ কদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান রফিক, সাবেক ইউপি সদস্য মোঃ বকুল মিয়াসহ পৌরসভার সকল কাউন্সিল ও হাসকড়ি গ্রামের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন