চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ কেকে নতুন তারিখ লাগানোয় টেস্টি ট্রিটকে অর্থদন্ড

চাঁদপুর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩১ অক্টোবর) ভোক্তা অধিকার আইন মোতাবেক মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় জার্মান হোমিও হলকে ১৫ হাজার টাকা ও পপুলার হোমিও হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ কেকের তারিখ মুছে নতুন তারিখ লাগানোর অপরাধে টেস্টি ট্রিট নতুনবাজার (জে এম সেনগুপ্ত রোড সংলগ্ন) আউটলেটকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন এই অভিযান পরিচালনা করেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সার্বিক নিরাপত্তায় এ অভিযান পরিচালনাকালে নূর হোসেন বলেন, ভবিষ্যতে এরূপ অনৈতিক ও অযৌক্তিক কাজ থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুঁশিয়ারি করা হয়। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।