শ্রমিকনেতা এ কে এম গোলাম কবিরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন
বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের প্রয়াত সাধারণ সম্পাদক নোয়াখালী জেলার হোসেনপুর গ্রামের শ্রমিক রাজনীতির পুরোধা প্রয়াত রুহুল আমিন কায়সার সাহেবের নাতি এ কে এম গোলাম কবির (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ….)।
বুধবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর রাতে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সংযুক্ত শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে পাটকল শ্রমিক অধিকার সংগ্রামে ৬৪ দিনের হরতালে আর্থিকভাবে সহ সার্বক্ষণিক সকল প্রকার সহযোগিতা করেছিলেন। তৎকালীন সময়ে শ্রমিকদের অধিকার আদায়ে তাঁর কাজ মাইলফলক হয়ে আছে।
এ কে এম গোলাম কবিরের মৃত্যুতে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদেক হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মোঃ মোকাদ্দেম হোসেন ও বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন