কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ১ জানুয়ারী ক্লাস শুরু

গুচ্ছভুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের পহেলা জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর ও ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। উপাচার্য জানান, জানুয়ারির ১ তারিখ থেকে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু হবে। সে জায়গায় শিক্ষকদের লোডটা কেমন হবে, তা একটু মাথায় রাখতে হবে। শিক্ষকরা যদি লোড ক্যালকুলেশন না করতে পারেন, তাহলে সেটি কিন্তু শিক্ষার ওপর চাপ বাড়াবে।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টিতে ২৪টি বিভাগে ২৩,২৮৪ জন শিক্ষার্থী আবেদন সম্পন্ন করেছেন। তবে সুযোগ পাবেন ১০৮০ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়তে হচ্ছে প্রায় ২২ জনকে। ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য ড. মো. সেলিম আল মামুন জানান, আগামী ৭ নভেম্বর প্রথম মেধাতালিকা প্রকাশ ও ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।