বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছেছে আজ

বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে (৮ বিলিয়ন) পৌঁছেছে মঙ্গলবার (১৫ নভেম্বর)।

জাতিসংঘ জানিয়েছে, এদিন পৃথিবীর যে কোনো প্রান্তে জন্ম নেয়া প্রথম শিশুটিই হয়েছে বিশ্বের ৮০০ কোটিতম ব্যক্তি।
বিশ্বের ৮০০ কোটিতম ব্যক্তি হলো মঙ্গলবার জন্ম নেয়া প্রথম শিশু।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, পৃথিবীকে রক্ষা করা প্রতিটি মানুষের সমান দায়িত্ব। এমন সময়ে জনসংখ্যার এ মাইলফলক বৈচিত্র্য এবং অগ্রগতি উদযাপনের একটি উপলক্ষ হয়ে এসেছে। খবর এনডিটিভি’র।

জাতিসংঘ বলছে, ১৫ নভেম্বর ৮০০ কোটি জনসংখ্যার মাইলফলক স্পর্শ করেছে বিশ্ব। জনস্বাস্থ্য, পুষ্টি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং ওষুধের উন্নতির কারণে মানুষের আয়ু বেড়েছে, যা জনসংখ্যার এ মাইলফলক সৃষ্টি করেছে।

বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটি হতে সময় লেগেছে ১২ বছর। তবে ৯০০ কোটি হতে প্রায় ১৫ বছর (২০৩৭ সাল পর্যন্ত) সময় লাগবে। কারণ জনসংখ্যা বাড়ার সামগ্রিক হার ধীর হয়ে যাচ্ছে।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের প্রধান নাতালিয়া কানেম বলেন, ৮০০ কোটি জনসংখ্যা মানবসভ্যতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর বড় কারণ গড় আয়ু বৃদ্ধি এবং মা ও শিশু মৃত্যুহার কমে আসা।

তিনি বলেন, ‘আমি জানি, এ মুহূর্তটি সবাই উদ্‌যাপন করবে না। বিশ্বে অতিরিক্ত জনসংখ্যার কথা বলে কেউ কেউ উদ্বেগও প্রকাশ করছেন। আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, মানুষের এ সংখ্যা ভয়ের কোনো কারণ নয়।’

অধিক জনসংখ্যা কি পৃথিবীর জন্য বোঝা হয়ে দাঁড়াবে? অনেক বিশেষজ্ঞ বলছেন, প্রশ্নটি ভুল। অতিরিক্ত জনসংখ্যা নিয়ে ভীত না হয়ে, আমাদের উচিত ধনী ব্যক্তিদের সম্পদের অতিরিক্ত ব্যবহারের দিকে নজর দেয়া।