নওগাঁয় কষ্টিপাথরের মূর্তি পেল স্কুল শিক্ষার্থী
নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের আদম দূর্গাপুর (আখিরা পাড়া) গ্রামে পুকুর থেকে মাটি আনতে গিয়ে কষ্টিপাথরের মূর্তির পেয়েছে রাজ বাবু (১০) নামের একজন চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী। সে জনৈক রাজিবের ছেলে ও তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
শিক্ষার্থীর মা রিক্তা বেগম বলেন, আমার ছেলে রাজ আজ শনিবার বেলা ১০ থেকে সাড়ে ১০ টার দিকে ক্রিকেট খেলার পিছ তৈরি করার জন্য গোলাম মর্তুজা বিটুর সদ্য খননকৃত পুকুরে মাটি নিতে গেলে মূর্তিটি দেখতে পেয়ে হাতে তুলে নেয়।
তার হাতে মূর্তিটি দেখতে পেয়ে জনৈক বরকতের মেয়ে রানু তার কাছে থেকে সেটা নিতে চায়। এক পর্যায়ে টাকার বিনিময়ে নিতে চাইলে সে রাজি না হওয়ায় তার রানুর ভাই সাজু থানা পুলিশকে জানায়। এরপর থানা পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে সেই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রাজিবুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে সেই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মূর্তিটির ওজন সাড়ে ৯শ গ্রাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন