চুয়াডাঙ্গায় ইজিবাইক কেড়ে নিলো শিশুর প্রাণ

চুয়াডাঙ্গায় আবিরা নামের ৩ বছরের এক শিশু ইজিবাইকের ধাক্কা খেয়ে নিহত করেছে।

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে স্থানীয় এক মসজিদ থেকে আরবী পদে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবিরা সদর উপজেলার দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের আড়িয়া চক গ্রামের সাবদার আলীর মেয়ে।

জানাযায়, শিশু আবিরা প্রতিদিনের মতো আজকে আড়িয়া চক মসজিদে আরবী শিক্ষা পড়তে যায়। পড়া শেষ হলে বাড়ীর ফেরার সময় চুয়াডাঙ্গা শহরে জেলা আওয়ামী লীগের সম্মেলন থেকে আসা স্থানীয় লোকজনকে নিয়ে গড়াইটুপি ইউনিয়নের গবরগাড়া গ্রামে যাচ্ছিলো। সেসময় ইজিবাইক চালক শিশুটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে মারাত্মক আহত হয় আবিরা। সেসময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসায় জন্য হাসপাতালের নেয়ার পথে গিরিশনগর বাজারে পৌঁছালে শিশু আবিরা মৃত্যুবরণ করে।

সংবাদ পেয়ে দর্শনা থানার তিতুদহ ক্যাস্প পুলিশ ইজিবাইক চালক নঈমুল মিয়াকে পুলিশ হেফাজতে নেয়।
তবে এ দুর্ঘটনায় তিতুদহ ক্যাম্পের এএসআই ইদ্রিস আলী জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থানায়, ইজিবাইক চালককে ছেড়ে দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে শিশু আবিরার মৃতদেহ দাফন কার্য সম্পূর্ণ করা হয়েছে।