কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি কেন্দ্রীয় অফিসে হামলা ও ভাংচুর, পুলিশের গুলি এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড,রুহুল কবির রিজভী আহমেদসহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে মোক্তারপাড়াস্থ কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয় পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন,সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুব হোসেন,সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,মোসলেম উদ্দিন মোল্লা দুলাল,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,জামিল আহমেদ,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন,অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আশরাফ আলী,সহ পরিবার কল্যান বিষয়ক সম্পাদক হেদায়েত হোসেন এলিচ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব,মৎস্যদলের সভাপতি আব্দুর রহমান,জেলা যুবদল সভাপতি রায়হান কবির,স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরমান হোসেন,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান সহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন আন্দোলন দমন করতে পুলিশ দিয়ে নিপীড়ন চালানো হলেও এ সরকারের শেষ রক্ষা হবেনা। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি ও নেতা কর্মীদের মুক্তি দাবি করেন তারা।