যশোরের রাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে মহান বিজয় দিবস।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজগঞ্জ বাজারে নির্মাণাধীন বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাজগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
যথাক্রমে- রাজগঞ্জ ডিগ্রি কলেজ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটি, রাজগঞ্জ নিলুফা আমীন মডেল স্কুল, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র, রাজগঞ্জ সান প্রি-ক্যাডেট স্কুল।
এর আগে এদিন সকাল ৮টায় রাজগঞ্জ কেন্দ্রিক সকল শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন অফিস ও বাজারের দোকানে দোকানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
রাজগঞ্জ বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য রাখেন- রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরদার, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার প্রমুখ।
পরে এদিন সন্ধ্যা থেকে রাজগঞ্জ বাজারের ডাঃ আহাদ আলী খান গোল চত্বরে রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির আয়োজনে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে যশোর থেকে আসা একদল বাউল শিল্পী গান পরিবেশন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন