পঞ্চগড়ে বিক্ষোভ মিছিলে পুলিশের হামলায় বিএনপির কর্মী নিহত

কেন্দ্রীয় বিএনপি কর্মসূচির অংশ হিসেবে চেয়ারপার্সন বেগম খালেদাজিয়া সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে পঞ্চগড় জেলা বিএনপি উদ্যোগে গণবিক্ষোভ মিছিল বের করলে পুলিশের টিআরশেল এর আঘাতে আব্দুর রশিদ আরফিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হন।

এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ আরও বেশকয়েক জন নেতাকর্মী গুরুত্বর আহত হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপি প্রধান কার্যালয় হতে কেন্দ্রীয় ঘোষিত গণবিক্ষোভ মিছিল বের করলে পুলিশের টিআরশেলের গুলিতে নিহতের ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রশিদ আরফিন বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক।

নিহত কেন্দ্রীয় বিএনপির ঘোষিত পঞ্চগড় জেলা বিএনপি উদ্যোগে গণ বিক্ষোভ মিছিলে অংশ নিতে মিছিলে যোগ দেন তিনি। এসময় পুলিশের বাধায় বিক্ষোভ কর্মীদের লক্ষ করে টিআরশেল ও রাবার বুলেট ছাড়লে আব্দুর রশিদ গুরুত্বর আহত হয়ে মাটিতে পরে যান এসময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে পরিবারের লোকজনের কাছে জানাযায়, নিহত আব্দুর রশিদ আরফিন হার্টের রোগী ছিলেন।