ফরিদপুরে ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মৎস ব্যবসায়ীর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইজিবাইককে মিনিট্রাক ধাক্কা দিলে রবিউল মাতুব্বর (২৯) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন ইজিবাইক চালক সিরাজুল ইসলাম (৩২)।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বগাইল টোলপ্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল মাদারীপুরের শিবচর উপজেলার চরসামাইল গ্রামের সালাম মাতুব্বরের ছেলে।
আহত ইজিবাইক চালক সিরাজুল একই এলাকার দেরাস উদ্দিন খালাসীর ছেলে বলে জানা যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ তৈমুর ইসলাম এই প্রতিবেদকে বলেন, একটি মিনিট্রাক ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে রবিউল মাতুব্বর নামে একজন নিহত হন।
এ সময় অপর আরেকজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন