যশোরের বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মানসম্মত, যুগোপযোগী ও আদর্শিক শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রথমে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে সকাল ১০টায় ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে পরপর দশম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এবং প্রত্যেক শ্রেণীর ছাত্র-ছাত্রীর মধ্যে যারা প্রথম স্থান থেকে তৃতীয় স্থান অর্জন করেছে তাদের সবাইকে পুরস্কার দেওয়া হয়।
অত্র বিদ্যালয়ের সকল পরীক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন আনিকা ইবনাত ৭৭০ নম্বর, দ্বিতীয় স্থান অর্জন করেছে ফাতেমা তুজ জোহরা ৭৫৬ নাম্বার, তৃতীয় স্থান অর্জন করেছেন তাসিন জাহান তন্দ্রা ৫৯২ নাম্বার পেয়ে। এদের সবাইকে আবার বিশেষ পুরস্কার দেয়া হয়েছে।
এসময় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন আরিফ হাসান আহমদের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক কাজী জুবায়েদ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন, জনাব অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, সভাপতি বাগাআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল খালেক চেয়ারম্যান, ৮ নং বাগাআঁচড়া ইউনিয়ন পরিষদসহ মোঃ আসাদুল ইসলাম আসাদ প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ,মোঃ আলহাজ্ব রবিউল ইসলাম অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক চালিতাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আব্দুল রাজ্জাক, বাগআঁচড়া ১নং ওয়ার্ড স্থানীয় আওয়ামী লীগনেতা, বাগআঁচড়া পুলিশ তদন্ত ফাঁড়ির, এ এস আই মোঃ আবু সাঈদ,বাগআঁচড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,মোঃ হাবিবুর রহমান হাবিব এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক মোঃ মনিরউদ্দিন,ইংরেজি বিষয়ের শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, গণিত বিষয়ের শিক্ষক মোঃ রাকিবুল ইসলাম রাকিবসহ সকল সহকারী শিক্ষকগণ ও অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।
পরিশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন হাসান আরিফ আহমেদ অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা বলেন, তারা যেন তাদের নিজের জীবনকে শিক্ষার আলোয় আলোকিত করে এই স্কুলের সুনাম সহ দেশ ও জাতির উন্নয়ন করতে পারে এবং তাদের সকলকে দীর্ঘ আয়ু শুভকামনা জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন