সাতক্ষীরার কলারোয়া পাইলট হাইস্কুলের বই উৎসব ও নবীন বরণ

নতুন বছরে প্রথম দিন নতুন বই পেয়ে মাতোয়ারা সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষার্থীরা। নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বাস প্রকাশ করে কোমলমতি ছাত্র ও ছাত্রীরা।

রবিবার (১ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের হলরুমে বই বিতরণ উৎসব ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।
সেসময় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুলের স্টিক দিয়ে বরণ করেন নেন অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীরা। পরে বিনামূল্যে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই।

প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রবের সভাপতিত্বে এসময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।