চুয়াডাঙ্গায় ভ্যান চালকের প্যাডেল থামিয়ে দিল বিষধর সাপ !
সাপ নিয়ে খেলা দেখিয়ে বেড়াতেন সাপুড়ে ভ্যান চালক আইনুদ্দিন । কিন্তু সেই ভ্যানের প্যাডেল মারাও থামিয়ে দিলো বিষধর সাপ। অবশেষে সাপের কাছে হার মানতে হলো তাকে।
গতকাল (৮ জানুয়ারী) রোববার এক বিষধর সাপ তাকে কামড় দেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আইনুদ্দিন মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।
জানা যায়, আইনুদ্দিন (৫২) পেশায় একজন ভ্যানচালক ছিলেন । পাশাপাশি বিভিন্ন গ্রাম-গঞ্জে সাপ খেলা দেখিয়ে মানুষের যেমন আনন্দ দিতেন তেমনী অভাবের সংসারে কিছুটা সফলতা ফেরানোর চেষ্টা চালিয়ে যেতেন তিনি।
এদিন রোববার দুপুরে প্রতিদিনের মতো ছাগলের জন্য ঘাষ কাটতে মাঠে গিয়েছিলেন আইনুদ্দিন। সেখানে একটি বিষধর সাপ তাকে কামড় দিলে দ্রুত বাড়িতে ফিরে আসেন তিনি। আসার কিছুক্ষণ পর গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লে বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুর রহমান বলেন, বিকেলে আহত আইনুদ্দিনকে তার পরিবারের সদস্যরা ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন