যশোরের বেনাপোল সীমান্তে ১০পিস স্বর্ণের বার উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তে ১০ পিস স্বর্ণের বার জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। যার ওজন ১কেজি ১৬২ গ্রাম, বর্তমান বাজার মূল্য ১কোটি ১৫লক্ষ টাকা। তবে এঘটনা কাউকে আটক করতে পারিনি পুলিশ।

জানা যায়, মঙ্গলবার (২৪ জানুয়ারী) গভীর রাতে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকা সাদিপুর গ্রামস্থ একটি ব্রিজের উপর স্বর্ণ পাচারকারীরা অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অমিত কুমার ও এস’আই সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলে পৌঁছালে স্বর্ণ পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০টি স্বর্ণের বার ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০টি স্বর্ণের বার স্থানীয়দের উপস্থিতিতে জব্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়াঁ স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে, এবং পলাতক আসামিদের আটকের সর্বাত্মক চেষ্টা চলছে বলে তিনি জানান।