কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/IMG_20230205_213650-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ঐ ব্যক্তির নাম লিটন আলী (৩৫)। সে সদর ইউনিয়নের সোনাতলী গ্রামের মৃত নুরুল হকে পুত্র।
রবিবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী গ্রামে অভিযান চালিয়ে ১৮ বোতল ফেন্সীডিলসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটন আলীকে আটক করে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পুর্বক সোমবার কুড়িগ্রাম কোর্টে পাঠানো হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন