পঞ্চগড়ে শ্রমিকলীগ নেতা লাঞ্চিত’র প্রতিবাদে স্টেশন মাস্টারে বিরুদ্ধে মানববন্ধন
পঞ্চগড়ে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মশিউর রহমানকে শারিরীক লাঞ্চিত করার প্রতিবাদে স্টেশন মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান প্রমুখ। মানববন্ধনে রেলওয়ে শ্রমিকলীগের ৫ শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, গত ৩ ফেব্রুয়ারী সকালে রেলস্টেশনের ২য় তলায় রেষ্টহাউজ পরিচ্ছন্নতা নিয়ে জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালিগালাজ করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ। পরে এনিয়ে বাকবিতন্ডা শুরু হলে একপর্যায়ে শারিরীকভাবে লাঞ্চিত করেন তিনি। পরে মশিউর রহমানকে হাতপা ভেঙ্গে দেয়ার হুমকী ধামকী প্রদান করেন স্টেশন মাস্টার মাসুদ পারভেজ।
মানববন্ধনে বক্তারা হুশিঁয়ারী উচ্চারণ করে বলেন, স্টেশন মাস্টার মাসুদ পারভেজকে আগামী ৩ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। দাবী না মানা হলে কঠোর আন্দোলেন হুশিয়ারীর দেন তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন