ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে স্বরচিত কবিতা
“ভাষার স্মৃতি”
ডা: তারাপদ মাঝী
স্মৃতির পাতা বলছে ডেকে
দুখী মায়ের কথা,
জাগছে মনে ভাষার মাসে
ভাই হারানো ব্যথা।
মায়ের ভাষা রক্ষা তরে
লড়ে দামাল ছেলে,
স্মরণ করি তাদের আজি
চোখের পানি ফেলে।
পাক দানবে ভাষার পরে
থাবা ফেলেই ছিলো,
মায়ের ছেলে লড়াই করে
রুখে তাদের দিলো।
স্মরণ হলে সে সব কথা
চোখের জলে ভাসি,
আজও দেখি মায়ের মুখে
নাই’যে কোনো হাসি।
ভাই হারানো বেদন স্মৃতি
প্রতিবাদের ভাষা,
ভাষার মাসে প্রেরণা পাই
মিটে সকল আশা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন