নওগাঁর রাণীনগরে সোনালী এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

নওগাঁর রাণীনগরে সোনালী ব্যাংক লিমিটেড রাণীনগর শাখা, নওগাঁ এর তত্ত্বাবধানে পরিচালিত সোনালী এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৩ই ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল বাজারে এবং উপজেলার বেতগাড়ী বাজারে কফিল উদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় পৃথকভাবে আনুষ্ঠানিকভাবে শাখার উদ্বোধন করা হয় ।
রাতোয়াল বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁর সোনালী ব্যাংক, প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ওলিউজ্জামান এবং বেতগাড়ী বাজারে উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উভয় শাখার কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার জনপ্রতিনিধি ,গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থি ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















