গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬৫পিস ইয়াবাসহ ২জন গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা দরবস্ত ইউনিয়নে জেলা পুলিশ ডিবির মাদক বিরোধী অভিযানে ৬৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার।
পুলিশ সুত্রে জানাযায়,গাইবান্ধা জেলা ডিবি পুলিশ অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে ডিবি গাইবান্ধার অফিসার/ফোর্স মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার ০৬নং দরবস্ত ইউপির ০৮নং ওয়ার্ডের তালুক রহিমাপুর গ্রামের তালুক ঘাটের উপর আসামী মোঃ মামুন মিয়া (৩১), পিতা-মৃত আজমল হোসেন, সাং- বিশ্বনাথপুর এবং মোঃ স্বপন সরকার (৩০),পিতা- মঞ্জুল হক সরকার,সাং- তালুক রহিমাপুর উভয় থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা।
তল্লাশি করে গ্রেফতারকৃত আসামী মোঃমামুন মিয়া (৩১)এর লুঙ্গির ডান কোচা থেকে ৬৫ পিচ ইয়াবা উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করে জেলা ডিবি পুলিশ। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন