মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়া: কমলা হ্যারিস
যুক্তরাষ্ট্র এখন আনুষ্ঠানিকভাবে দৃঢ়প্রতিজ্ঞ যে, ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়া। এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।
শনিবার জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন কমলা হ্যারিস। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেন তিনি।
কমলা বলেন, পুতিন যদি মনে করেন যে, সে ইউকেন যুদ্ধে বিজয়ী হবে তবে এটি তার ভুল ধারণা। কমলা আরও বলেন, সময় এখন রাশিয়ার অনুকূলে পক্ষে না। তবে পশ্চিমাদের এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। দেশটি বলছে, কিয়েভে কোনো প্রকার মানবতা লঙ্ঘন করেনি মস্কো।
সম্মেলনে কমলা হ্যারিস বলেন, আমরা প্রমাণ ও দলিলাদি যাচাই-বাছাই করে দেখেছি। এতে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে যে, ইউক্রেনে মানবতা লঙ্ঘন করেছে রাশিয়া। এ সময় আন্তর্জাতিকভাবে মস্কোর অপরাধ তদন্তের কথাও জানান কমলা হ্যারিস। আর কিয়েভকে অবিরত সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য শেষ করেন তিনি।
প্রসঙ্গত, জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা উপস্থিত হয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্টও অংশ নিয়েছেন এতে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার সমালোচনা করছেন পশ্চিমা নেতারা।
এদিকে চীনও অংশ নিয়েছে এ সম্মেলনে। যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন নিয়ে দেশটির সাম্প্রতিক প্রতিক্রিয়াকে ‘হাস্যকর’ আখ্যা দিয়েছেন চীনের জ্যেষ্ঠ কূটনীতিক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন