পিরোজপুরের মঠবাড়িয়ায় মেম্বারের সমাজ সেবায় খুশি জনগণ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ নাজমুল সাকিব শিপলু। ২০২২ সালের ৫ জানুয়ারি ৫ম ধাপের নির্বাচনে দধিভাঙ্গা ৮ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হন তিনি। নির্বাচিত হয়ে তার এক বছরের জনসেবায় খুশি এলাকাবাসী।

ইউপি সদস্য শিপলু ১৯৮৩ সালে একটি সভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মোঃ সামশুল হক এবং মাতার নাম মোসাঃ জাহানারা হক। চার ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ভাইদের মধ্যে মোঃ আমিনুল হক সানু একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত,ডাঃ মোঃ জিয়াউল হক টিপু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এবং ছোট ভাই মোঃ রাকিবুল ইসলাম তপু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

ইউপি সদস্য শিপলু শিক্ষা জীবনে দধিভাঙ্গা আঃ হামিদ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এসএসসি পাস করেন।এরপর বামনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।রাজনীতিতে তিনি টিকিকাটা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি পদে আছেন। এর আগে তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত।

নির্বাচিত হওয়ার পর থেকে সমাজ সেবায় অনেকটা অভ্যাস্ত হয়ে পড়েছেন এই ইউপি সদস্য।বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ খবর নেওয়া এবং শালিসি ব্যবস্থার মাধ্যমে দীর্ঘদিনের বিরোধ ও মামলা মোকদ্দমার মিমাংসা করে দেওয়ার সুনাম অর্জন করেছেন তিনি।ইতোমধ্যে ৮ নং ওয়ার্ডে বয়স্ক ভাতা শতকরা ৯০ ভাগ, বিধবা ভাতা শতকরা ৭০ ভাগ এবং প্রতিবন্ধি ভাতা শতকরা ৭০ ভাগ উপকারভোগী ভোগ করছে। মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে সরকারি সেবা।

ইউপি সদস্য নাজমুল সাকিব শিপলু বলেন, প্রধানমন্ত্রী গ্রামকে শহর করেছেন।ডিজিটাল বাংলাদেশের পর এখন স্মার্ট বাংলাদেশের ঘোষনা দিয়েছেন। তাই গ্রামের মানুষের কাছে সকল সুযোগ সুবিধা পৌঁছে দিতে চাই।গ্রামের মানুষের জীবন যাপন স্মার্ট করতে চাই।