পটুয়াখালীর কলাপাড়ায় জুলুম নির্যাতনের প্রতিবাদে শত শত নারী পুরুষের মানববন্ধন
পটুয়াখালীর মহিপুরে একটি পরিবারের জুলুম অত্যাচার সইতে না পেরে প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (২০ ফেব্রুয়ারী) বেলা এগারোটায় সুধীরপুর গ্রামে শত শত মানুষ এই কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় ইউনুছ ফরাজীর জামাতা বনি আমিন দক্ষিাণাঞ্চলের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। এই মাদক ব্যবসায়ীর নেতৃত্বে ইউনুসের ৬ মেয়েকে ব্যবহার করে মানুষকে ধর্ষণ মামলার ভয় দেখিয়ে জমি দখল করে নিচ্ছে পরিবারটি।
এর প্রতিবাদ করতে গিয়ে ওই এলাকার অনেক নারী পুরুষ তাদের হামলার শিকার হয়েছে। তাই জুলুম নির্যাতন থেকে বাঁচতে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান মানববন্ধন কারীরা। মানববন্ধনে অংশগ্রহনকারী হারুনুর রশিদ জানান, মেয়েদের ভয় দেখিয়ে তার জমি দখলে রেখেছে ওই পরিবারটি। প্রতিবাদ করলেই নানান লাঞ্চনার শিকার হতে হচ্ছে তাদের।
রাজিয়া বেগমের অভিযোগ, সামান্য বাক বিতন্ডায় দা হাতে হামলা চালিয়েছে ইউনুচ মিয়ার কন্যারা।
গৃহবধূ আয়শা বলেন, তার শশুর বাড়ির লোকজনের সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকায় তাকে পেয়ে অমানুসিক নির্যাতন করেছে ওই বাড়ির ছেলে মেয়েরা।
একই অভিযোগ, মানববন্ধনে উপস্থিত শতাধিক নারী পুরুষের। এবিষয়ে জানতে একাধিক মাদক মামলার আসামী অভিযুক্ত বনি-আমিনের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন