নওগাঁৱ পত্নীতলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তক হতে ধর্মীয় শিক্ষা বিরোধী বিতর্কিত বিষয় সমূহ বাতিল ও শিক্ষা সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা উপজেলা শাখা।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জুম্মা নামাজ বাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা উপজেলার সভাপতি প্রভাষক মুহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে নজিপুর বাস স্ট্যান্ডে বিক্ষোভ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পত্নীতলা উপজেলার সভাপতি মুহাম্মদ সাহিদ হাসানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন শিক্ষা সিলেবাস কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নাস্তিক্যবাদী ঢুকিয়ে দেওয়া হচ্ছে ৯২% মুসলমানের দেশে এটা মেনে নেয়া যায়না।
বক্তারা আরো বলেন তেল, চাল, ডাল, চিনির মূল্যে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে, মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংসের দাম আকাশ ছুঁই।
পরে নজিপুর বাসস্ট্যান্ড নৌকা চত্বরে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।
উক্ত সমাবেশে ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ,ইসলামী ছাত্র আন্দোলনসহ, মুসল্লিগন ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন