অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা ধ্বংস করে দিয়ে যায় সবকিছু : প্রধানমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা-750x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা ধ্বংস করে দিয়ে যায় সবকিছু বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে ৭৪তম বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে, ছয় মাসব্যাপী ৭৪তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশ নেয় ১১টি ভিন্ন ক্যাডারের ৮৯ জন প্রশিক্ষণার্থী। নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ কৃতিত্বের সাথে প্রশিক্ষণ শেষ করা অংশগ্রহণকারীদের সনদপত্র ও মেডেল তুলে দেন প্রধানমন্ত্রী।
সরকারি অফিসগুলোতে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে বলে এসময় তিনি দাবি করেন।
শেখ হাসিনা বলেন, ১৪ বছর আগের বাংলাদেশ নেই আর। উন্নয়নের ধারা পৌঁছেছে তৃণমূল পর্যায়ে। যা অব্যাহত রাখতে নবীন সরকারি কর্মকর্তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান যথাযথভাবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন