যশোরের রাজগঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি-২০২৩) বিকালে রাজগঞ্জ আঞ্চলিক আওয়ামীলীগ কার্যালয়ে ঝাঁপা, চালুয়াহাটি ও মশ্বিমনগর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, সহকারি অধ্যাপক মোঃ মিজানুর রহমান, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএম ইমরান খান পান্না, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, জিয়াউর রহমান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন