গাইবান্ধা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
উৎসব মুখর পরিবেশে গাইবান্ধা সরকারি কলেজে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মার্চ) সকালে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে ক্রীড়া অনুষ্ঠানটি উদ্ভোধন করেন। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. সবুর উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে বার্ষিক ক্রীড়া কমিটির আহবায়ক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুর রশিদ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এসএম আশাদুল ইসলাম, ক্রীড়া কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ খলিলুর রহমান অংশগ্রহণকারী শিক্ষার্থীদের খেলোয়াড় সুলভ মনোভাব ও শৃঙ্খলার সাথে সকল খেলায় অংশ গ্রহণে জন্য আবহান জানান।
বিভিন্ন বিভাগের শিক্ষক ও ক্রীড়া শিক্ষক হাসান ফারুক চুড়ান্ত ও বাছাই পর্বের খেলা সমুহ পরিচালনা করেন। দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব এবিএম জিলুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা ও ধারাভাষ্য প্রদান করেন। অবশিষ্ট খেলা সমূহ আগামী বৃহস্পতিবার তারিখে অনুষ্ঠিত হবে এবং সুবিধাজনক সময়ে সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন