নেত্রকোনার মদনে রেজিষ্ট্রেশন হয়নি সেই ছাত্রীর, অভিযোগ প্রত্যাহার

মদন বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের রেজিষ্ট্রেশন
না হওয়ায় সেই ছাত্রীর অভিযোগ প্রত্যাহার করে
নিয়েছে।

জানা যায়, বালালী গ্রামের দশম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার ২০২২ সালে নবম শ্রেণির ফ্রি দিয়ে ও তাঁর রেজিষ্ট্রেশন হয়নি। বিষয়টি সানজিদা আক্তার এর পরিবারে লোকজন জানান পর বিদ্যালয় কৃর্তপক্ষের সাথে আলোচনা করে। বিষয়টি সমাধান না হওয়ায় সানজিদা আক্তার প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত ২৩ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট লিখিত অভিযোগ দায়ের
করেন।

(২ মার্চ) বৃহস্পতিবার সানজিদা আক্তার ও তাঁর
পরিবার স্ব- শরীরের এসে বিষয়টি নিয়ে আর কোন ধরনের অভিযোগ করবে না বলে উপজেলা নির্বাহী
কর্মকর্তার নিকট লিখিত ভাবে অভিযোগটি প্রত্যাহার করার আবেদন করে।

অভিযোগ প্রত্যাহার বিষয়ে শিক্ষার্থী বাবা মোঃ সাইফুল ইসলাম বলেন, আমার মেয়ে বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগটি দায়ের করেছিল তা ২ মার্চ বৃহস্পতিবারে প্রত্যাহার করে নিয়েছে। এ নিয়ে নতুন করে কোন সমস্যা সৃষ্টি করতে চাই না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন বলেন,
আমি গত বৃহস্পতিবার ছুটিতে ছিলাম। বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের রেজিষ্ট্রেশন হয়নি ছাত্রীর অভিযোগ ছিল, তার জন্য তদন্ত কমিটি করে ছিলাম, তবে অভিযোগ প্রত্যাহার বিষয়ে আমি রবিবারে অফিসে গিয়ে বলতে পারব।