নরসিংদীতে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় উত্তীর্ণ হলেই মিলবে লাইসেন্স
নরসিংদী এর উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কর্মসূচীর শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকালে জেলা বিআরটিএ কার্যালয় প্রাঙ্গনে ২শতাধিক লাইসেন্স প্রত্যাশীদের নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারফ খান। প্রথম দিনে ২২০ জন লাইসেন্স আবেদনকারীর পরীক্ষা নেয়া হচ্ছে ।
বিআরটিএ কতৃপক্ষ জানায়, একই দিনে পরীক্ষা ও ফিঙ্গার নেয়ার ফলে সময় বাচবে। এছাড়া এই কার্যক্রমের ফলে বাড়িতে বসেই পাওয়া যাবে লাইসেন্স। লাইসেন্স কার্ড প্রস্তুত হলে লাইসেন্স প্রত্যাশীদের বাড়িতে লাইসেন্স পৌছানো হবে ডাকযোগে। যার ফলে সেবা প্রত্যাশীদের বারবার বিআরটিএ কার্যালয়ে আসতে হবেনা। যা ভোগান্তি কমানোর পাশাপাশি দালালের দৌরাত্ব কমানো সম্ভব বলে দাবী বিআরটিএ নরসিংদী সার্কেলের সহকারী পরিচালক শেখ মো. ইমরানের।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল জাকী, নরসিংদী প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন