পিরোজপুরের মঠবাড়িয়ায় জালিয়াতির অভিযোগে মামলা;তদন্তে ডিবি পুলিশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কুদ্দুস খান নামে এক কৃষকের বিরুদ্ধে জালিয়াতি মামলা করা হয়েছে।মঙ্গলবার সামসুদ্দোহা নামে এক ভুক্তভোগী বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

মামলার আসামী কুদ্দুস খান সাপলেজা গ্রামের মৃত আঃ রহমান খানের ছেলে এবং লায়লা মালেকিয়া বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক।

মামলায় উল্লেখ করা হয়,আসামী উপজেলা কৃষি অফিস থেকে কৃষক গ্রুপের সদস্যদের নামে ভর্তুকি মূল্যে একটি পিকআপ ভ্যান নেয়।সরকারি নিয়ম অনুযায়ী পিকআপটি কৃষি মন্ত্রনালয়ের অধীন উপকূলীয় এলাকায় কৃষি পন্য সরবরাহ ও বাজার সংযোগ স্থাপন প্রকল্পের কাজে ব্যবহার করার কথা।কিন্তু আসামী কুদ্দুস খান সরকারী নীতিমালার তোয়াক্কা না করে পিকআপ ভ্যানটি ৮(আট) লাখ টাকা মূল্যে বিক্রি করে দেয়। পরে ক্রেতা জানতে পারে, গাড়ির কাগজে উল্লেখিত কৃষক সমিতির নাম ফ্লুইড দিয়ে মুছে জালিয়াতি করে পিকআপ ভ্যানটি বিক্রি করা হয়েছে। এতে মামলার বাদী হয়রানির শিকার হয়েছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।