ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নিবার্হী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, রানীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যাপক সবুর আলম, প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ারা বুলবুল, আদিবাসী নেত্রী সুজাতা সরেন প্রমূখ।
এ সময় সাংবাদিক, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরদসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও সুশীল সমাজে নারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন