ইবির বাংলা বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।”যুক্ত হই মুক্ত আনন্দে” স্লোগানকে সামনে রেখে বাংলা বিভাগ কর্তৃক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। একই দিনে বিভাগটির এলামনাই এসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও এলামনাই কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে বিভাগটি এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। এটি বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে শুরু হয়ে প্রশাসন হয়ে মুজিব ম্যুরাল প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন এসে সমবেত হয়। পরে মিলনায়তনের সামনে বেলুন ও পায়রা উড্ডয়ন করা হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাটি জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবু্বুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, সাবেক উপাচার্য ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী। এছাড়াও বিভাগটির সভাপতি অধ্যাপক ড. গাজী মোঃ মাহবুব মুর্শিদ ও বিভাগটির অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আমি আপনাদেরকে প্রাক্তন ছাত্র-ছাত্রী বলতে চাই না। এ বিভাগের যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। তারা আজ একটি উৎসবকে কেন্দ্র করে একে অপরের সাথে দেখা-সাক্ষাৎ করতে তাদের ফ্যামিলির কাছে এসেছেন। বর্তমানে শুধু বাংলাদেশেই নয় বহিঃবিশ্বে অ্যালামনাইরা উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখছেন। তারা তাদের প্রতিষ্ঠান বা বিভাগকে আর্থিক ও বিভিন্ন ভাবে সহযোগিতা করছে।

তিনি আরো বলেন, একটি ভাষা একটি সমাজকে বিনির্মাণ করতে পারে। একটি কবিতা,গল্প ও উপন্যাস সামাজের বিশৃংঙ্খলাগুলো নিঃশেষ করতে পারে। একটি অস্ত্র দিয়ে আপনি যেটা করতে পারবেন না, একটি কথা অথবা একটি ভাষা দিয়ে একটি দেশে একটি চমৎকার পরিবেশ তৈরি করতে পারবেন।

এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগটির সর্বজৈষ্ঠ্য অধ্যাপক ড.সরোয়ার মুর্শিদ।

আহবায়ক হিসেবে ছিলেন বিভাগটির অধ্যাপক ড. সাইফুজ্জামান।

এই অনুষ্ঠানে বিভাগটির মোট ৩৩ টি ব্যাচের সাবেক-বর্তমান মিলিয়ে প্রায় ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে বিকাল ৩ টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে সাড়ে ১২ টার দিকে বিভাগটির এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।