বগুড়ার শিবগঞ্জে টাকার অভাবে মেধাবী সাদিয়ার মেডিকেলে ভর্তি অনিশ্চিত
মেডিকেল ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছে না বগুড়ার শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থী সাদিয়া আফরিন। সে উপজেলার উথলী পূর্বপাড়া গ্রামের সাধারণ পরিবারের সন্তান। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক ও মায়ের নাম মঞ্জুয়ারা বেগম ।
জানাযায়, সাদিয়া আফরিন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে রংপুর মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পায়। কিন্তু তার পিতা কৃষক হওয়ায় টাকার অভাবে মেডিকেল কলেজে ভর্তি হতে পারছেন না। সাদিয়া ২০২০ সালে উথলী উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসিতে গোল্ডেন এ প্লাস ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি পরিক্ষায় পাশ করেন।
মেধাবী শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, “আমার ও আমার পিতার স্বপ্ন ছিলো আমি মেডিকেলে ভর্তি হবো, আজ আমি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছি, কিন্তু আমার পিতার পক্ষে মেডিকেল কলেজে ভর্তি করে দেওয়ার কোন অর্থ নেই”।
তার ভাই শফিকুল ইসলাম বলেন, আমার ছোট বোন রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু টাকার অভাবে মেডিকেলে ভর্তির করানো আমাদের পক্ষে কষ্টসাধ্য ব্যাপার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন