নেত্রকোণার মদনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মিলাদ অনুষ্ঠিত
নেত্রকোণা মদন উপজেলার ঐতিহ্যবাহী জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৩ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (২২শে মার্চ) সকাল ১১টায় বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে, সহকারী শিক্ষক আল-মামুনের সঞ্চালনায় বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী মোঃ আশরাফ উদ্দিন খান,আবির হোসেন, মোঃসাইফুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরিয়ম আক্তার, নূরুল আমিন আজাদ,অভিভাবক আলতাবুর রহমান,ও
বালালী বাঘমারা দাখিল মাদ্রাসার সহ- সুপার মোঃ
রুহল আমিন খান। ভোরের ডাক উপজেলা প্রতিনিধি,মোঃ নিজাম উদ্দিন তালুকদার,
মিলাদ মাহফিলের পূর্বে বিদায়ী শিক্ষার্থীরা আল্লাহ্ ও মুহাম্মদ (সা:) এর প্রশংসা করেন। তাদের বিদায়ী বক্তব্যে এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিচালনা কিমিটির সদস্যগণ, অভিভাবকগণ, স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানে সভাপতি,আব্দুর রউফ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন