আর কত বছর হলে সংস্কার হবে কলারোয়ার এই ভাঙ্গাচূড়া রাস্তা?

আর কত বছর হলে সংস্কার হবে কলারোয়া হাসপাতাল রোডের হাসান প্যাথলজি থেকে তুলসীডাঙ্গা কানিপাড়ার লোহাকুড়ার মুখ পর্যন্ত ভাঙ্গাচূড়া রাস্তার।
গর্ত আর ভাঙ্গাচূড়া ওই রাস্তায় একটু বৃষ্টি হলেই নেমে আসে দুর্বিষহ ভোগান্তি।
গত শুক্রবার দিবাগত রাতের বৃষ্টিতে পাকা রাস্তা কর্দমক্ত হয়ে পড়ে। সেখানকার ছোট বড় গর্তে পানিকাদা জমে যাতায়াতের অনুপযোগী হয়ে যায়।
শনিবার দিনভর এমন চিত্রই দেখা গেছে সেখানে।

ভুক্তভোগীরা জানান, আর কত বছর হলে এই রাস্তা সংস্কার করা হবে? এই রাস্তাটি এক-একটি ডিপার্টমেন্টের অধীনে হয় আমলাতান্ত্রিক জটিলতা। এই জটিলতা কবে কাটবে কে জানে। কিন্তু ভোগান্তি হচ্ছে সেখানকার মানুষের ও যাতায়াতকারী পথচারীদের।

ভুক্তভোগীরা আরো জানান, তুলসীডাঙ্গা কানিপাড়া থেকে হাসপাতাল রোডের বঙ্গবন্ধু মহিলা কলেজ সংলগ্ন হাসান প্যাথলজির সামনে পর্যন্ত রাস্তার বেহাল দশা। এখান থেকে প্রায় ছয়টা ইউনিয়নের লোকজন যাওয়া আসা করে। ছাত্রছাত্রীরা যাওয়া আসা করে। সামনে ঈদ, দেশ-বিদেশ থেকে মানুষ বাড়ি ফিরবে। রাস্তার যে অবস্থা তাতে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।

তারা অবিলম্বে রাস্তার এই অংশ সংস্কার করার দাবি জানান।