খাগড়াছড়ির মানিকছড়িতে সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এর এক সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি লং এলজি, একটি সর্ট এলজি ও ৫টি কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃত এরেশে মারমা(৫৫) উপজেলার কুমারী গ্রামের মৃত: হ্লাব্রেচাই মারমার ছেলে বলে জানা গেছে।
সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রাঙাপানিস্থ মানিকছড়ি-লক্ষাছড়ি সড়কে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর ২৪আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন আওতাধীন সিন্দুকছড়ি জোনের সদস্যরা।
জানা যায়, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল মানিকছড়ি-লক্ষাছড়ি সড়কে তল্লাশী কার্যক্রমের জন্য একটি চেকপোস্ট স্থাপন করে। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল আটকৃকত ইউপিডিএফ সন্ত্রাসী এরেশে মারমাকে নিয়ে দ্রুত গতিতে চেকপোস্টের দিকে এগিয়ে আসে। সেনা সদস্যরা মোটর সাইকেলটিকে থামার সংকেত দিলে চেকপোস্টের কাছেই মোটরসাইকেল রেখে অন্ধকারের সুযোগ নিয়ে চালক দ্রুত জঙ্গলে পালিয়ে যায়।
পরে যাত্রী বেশে থাকা এরেশে মারমাকে তল্লাশী করে একটি দেশীয় তৈরি লং এলজি, একটি সর্ট এলজি ও ৫টি কার্তুজ উদ্ধার করে সেনা সদস্যরা।
পরবর্তীকে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে রাতেই মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন