গাইবান্ধায় ঈদে ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরার জন্য মহাসড়কে পুলিশের পথসভা

ট্রাফিক আইন মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা পুলিশ ট্রাফিক বিভাগের আয়োজনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে প্রচারণা মূলক বিশেষ পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলার পুলিশ সুপার জনাব মোঃকামাল হোসেনে র নেতৃত্বে গাড়ির রেজিষ্ট্রেশন, ফিটনেস ও রুটপারমিট বিহীন যানবাহনের বিরুদ্ধে মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় (৪ এপ্রিল) মঙ্গলবার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে ঈদপূর্ব পরিদর্শন ও পরিকল্পনা প্রণয়নমূলক বিশেষ পথসভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার জনাব মোঃকামাল হোসেন।

উক্ত পথসভায় পুলিশ সুপার কামাল হোসেন গাইবান্ধা কেন্দ্রিয় বাস টার্মিনাল পরিদর্শন এবং যাত্রী, চালক ও হেলপারদের সচেতনতায় লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু, অতিরিক্ত পুলিশ সুপার(বি-সার্কেল), টিআই (প্রশাসন), গাইবান্ধা সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।