গাইবান্ধায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে গাইবান্ধায় ক্রিকেট কোচিং সেন্টার বনাম ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (৬ এপ্রিল) শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে কিক্রেট ম্যাচের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. শরিফুল ইসলাম। সংস্থার নির্বাহী সদস্য মাসুদুল হক মাসুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিটন, সদস্য রেজাউন্নবী রাজু, রকিবুল হক চৌধুরী, বেনজির আহমেদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা, বিভাগীয় ক্রিকেট আম্পায়ার এসোসিয়েশনের সভাপতি ওয়াজিউর রহমান জাফেল ও জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন প্রমুখ।

খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমী ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করে। জবাবে ক্রিকেট কোচিং সেন্টার ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান করে।ম্যান অফ দ্যা ম্যাচ ঋষিকেশ রায় ২ রান নটআউট।