নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় মোঃ আনোয়ার হোসেন বাবুল (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আনোয়ার হোসেন নওগাঁ সদর উপজেলার কৃতিপুর এলাকার বাসিন্দা।
নওগাঁ জেল সুপার মোঃ ফারুক হোসেন জানান, গত দুই মাস থেকে একটি মাদক মামলায় জেলে আছেন আনোয়ার হোসেন। এর আগেও বেশ কয়েকবার মাদক মামলায় হাজতবাস করেন তিনি। জেলে আসার পর থেকে আনোয়ার হোসেনের বুকের ব্যথা এবং কাশিতে ভুগছিলেন।
শুক্রবার সকালে হঠাৎ করেই বেশ কয়েকবার বমি করলে দ্রুত তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মরদেহটি তার পরিবারের কাছ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















