ভোলায় রক্তিমবন্ধু ব্লাড ডোনেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/IMG_20230419_211257-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বুধবার (১৯ এপ্রিল) কুঞ্জেরহাটস্থ বিসমিল্লাহ্ রেস্তোরাঁয় রক্তিমবন্ধু ব্লাড ডোনেশন বাংলাদেশ এর ইফতার ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও লেখক ডা. গাজী মো.তাহেরুল আলম, নন্দিত শিক্ষক জাকারিয়া আজম, কবি ও লেখক ফিরোজ মাহমুদ, জাবালে নূর মাদরাসার পরিচালক মো. হাসান সিকদার, সিনিয়র শিক্ষক মিরাজ হোসেনও তরুণ উদ্যোক্তা মো. সোহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কে. এইচ মাতাব্বর। উপস্থিত ছিলেন: রক্তিমবন্ধু ব্লাড ডোনেশন বাংলাদেশ’র সভাপতি আশরাফুল ইসলাম লিটন, জিহাদুল ইসলাম প্রমূখ।
আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে রক্তদানে তরুণ সমাজের মহতী ভূমিকার প্রশংসা করেন। তাঁরা রক্তিমবন্ধু ব্লাড ডোনেশন বাংলাদেশকে দ্বীপজেলা ভোলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আখ্যায়িত করেন।
অনুষ্ঠিত ইফতার ও দোয়ানুষ্ঠানে সংগঠনটির দেড় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন