খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ মানবিক সহায়তা প্রদান করল সেনাবাহিনী
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় সেনাবাহিনী কর্তৃক আয়োজিত আর্ত-মানবিক সেবার উদ্দেশ্যে দুঃস্থ অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার(১৯শে এপ্রিল) সকালে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন কর্তৃক সাপমারা ক্যাম্পের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় টহলের মাধ্যমে অসহায় দরিদ্র ৫০জন পাহাড়ি ও বাঙ্গালী জনসাধারণের মাঝে চাল, ডাল, আটা, চিনি, তৈল এবং সেমাই মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়।
এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
এ খাদ্য সামগ্রী পেযে সাধারণ জনগন সেনাবাহিনী তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন