নরসিংদীর রায়পুরায় ককটেল বিস্ফোরণ ঘটাতে বাঁধা দেয়ায় গুলি; নিহত-১,আহত-৪

নরসিংদীর রায়পুরায় ককটেল বিস্ফোরণ ঘটাতে বাঁধা দেয়ায় সন্ত্রাসীদের গুলিতে জুলহাস মিয়া (২৮) নামে এক পোল্ট্রি মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন।
এসময় আহত হয়েছেন আরোও ৪ জন। শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রায়পুরার চরাঞ্চল নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহত জুলহাস মিয়া ওই এলাকার শামসুল মিয়ার ছেলে ও পেশায় একজন পোল্ট্রি ব্যবসায়ী। এই ঘটনায় সাদ্দাম, ইয়ামিন, হাবিব ও আমিনুল নামে আহত আরও ৪ জনকে প্রথমে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী জালাল মিয়া প্রায়ই ককটেল তৈরি ও বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে থাকে। সম্প্রতি সে একাধিকবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।
শনিবার ঈদের দিন বিকালে সন্ত্রাসী জালালের নেতৃত্বে এক দল সন্ত্রাসী জুলহাস মিয়ার খামারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আনন্দ উৎসব করতে থাকে। এতে খামারের মুরগী অসুস্থ হয়ে পড়ছে এবং জনমনে আতংক ছড়িয়ে পড়েছে জানিয়ে এসব করা থেকে বিরত থাকার অনুরোধ করেন জুলহাস মিয়া। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হলে জুলহাস মিয়ার সাথে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা চলে গিয়ে পুণরায় সন্ধ্যার দিকে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জুলহাস মিয়ার বাড়িতে গিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি জেনে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















