বগুড়ার শিবগঞ্জে নিসচার উদ্যোগে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী স্বাধীন
হুইল চেয়ার পেয়ে হাসি ফুঁটেছে বগুড়ার শিবগঞ্জের প্রতিবন্ধী স্বাধীনের মুখে।
৩ মে বুধবার বেলা ১২টার দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সহযোগিতায় নিসচা শিবগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ স্বাধীনের হাতে হুইল চেয়ার তুলে দেয়।
প্রতিবন্ধী স্বাধীন শিবগঞ্জ সদর ইউনিয়নের হুদাবালা গ্রামের আজাদুল ইসলামের ছেলে। জানা যায়, গত বছরের ১৫ জুলাই সড়ক দুর্ঘটনায় একটি পা হারায় স্বাধীন।
জানতে পেরে তার অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়ায় নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ। এরপর থেকে চিকিৎসাসহ পরিবারের বিভিন্ন সুযোগ- সুবিধা দিয়ে আসছে সংগঠনটি।
প্রতিবন্ধী স্বাধীন বলেন,আগে চলাফেরা করতে কষ্ট হতো। এখন আমার কোন কষ্ট নাই। এসময় আবেগাপ্লুত স্বাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা ও নিসচার নেতৃবৃন্দের জন্য দোয়া করেন।
হুইল চেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও চৌধুরী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মাস্টার রবিউল ইসলাম রবি, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য আসাদুল্লাহ, সামসুর ইসলাম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন