লালমনিরহাটে জেন্ডার সমতা
শিশু অধিকার, শিশু সুরক্ষা,বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
লালমনিরহাটে জেন্ডার সমতা,শিশু অধিকার, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ মে) দিনব্যাপি আয়োজিত কমব্যাটিং আরলি ম্যারিজ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী আরডিআরএস কার্যালয়ে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক রশিদা খাতুন, আরডিআরএস বাংলাদেশ লালমনিরহাটের প্রশিক্ষক রাজিয়া বেগম। প্ল্যান ইন্টারন্যাশনাল ও আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন পরিচালনা করেন প্রকল্পের কো-অর্ডিনেটর নাজমা খাতুন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন