চুয়াডাঙ্গায় ভারতীয় নাগরিকের অবৈধ অনুপ্রবেশ; কারাভোগ শেষে ভারতে ফেরত
২ মাস কারাভোগ শেষে নিজ দেশ ভারতে ফিরে গেলেন নাসির শেখ নামের এক অবৈধ অনুপ্রবশকারী।
শনিবার (৬ মে) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে ফেরত পাঠায় বিজিবি। তিনি নদীয়া জেলার চাপড়া থানার ব্রাহ্মনপাড়ার ছাত্তার আলির ছেলে।
দর্শনা ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আবু নাইম জানান, চলতি বছরের ফেব্রুয়ারির দিকে অবৈধপথে মুজিবনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন নাসির শেখ। পরে মুজিবনগর থানা পুলিশ তাকে আটক করে মেহেরপুরে কোর্টে চালান করা হয়।
সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাকে দু’মাসের কারাদণ্ড দেয়া হয়। দুই মাস সাজার মেয়াদ শেষ হলে (৬ মে) শনিবার তাকে বিজিবি কমান্ডার আব্দুল জলিল ও বিএসএফের গেদে কোম্পানী কমান্ডার গোপাল চন্দ্র দে-এর সমন্বয়ে পতাকা বৈঠক শেষে তাকে ভারতে পাঠানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন