নওগাঁর নিয়ামতপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
নওগাঁর নিয়ামতপুরে ৭০ লক্ষ টাকার কষ্টি পাথরের মূর্তির ভগ্নাংশ উদ্ধার করেছে।
শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর গ্রামের সার্বজনীন দূর্গা মন্দিরের লিজকৃত পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে এ কষ্টি পাথরের ভগ্নাংশ আটকে গেলে জেলেরা তা উদ্ধার করে।
স্থানীয় ব্যক্তিরা থানায় সংবাদ দিলে অফিসার ইন চার্জের নেতৃত্বে সহকারী পরিদর্শক (এসআই) মিলন সিংহ ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায় মূর্তিটি আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি জানান, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর গ্রামের সার্বজনীন দূর্গা মন্দিরের পাশ্বের লীজকৃত পুকুরে মাছ মারার সময় জেলেদের জালে মূর্তিটি আটকে গেলে তারা উদ্ধার করে আমাদের সংবাদ দেয়। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে ফোর্স পাঠিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন