ঠাকুরগাঁওয়ে প্রবীণ আওয়ামীলীগ নেতার মিলচাতাল দখলের অভিযোগ

ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কসিম উদ্দীন সরকারের মিলচাতাল জোড়পূর্বক দখল করার অভিযোগ উঠেছে আক্কাস আলী নামের এক প্রতিবেশির বিরুদ্ধে।

রোববার (২৮ মে) বিকেলে ভূল্লী থানার বালিয়া ইউনিয়নের বড় বালিয়ায় নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলনে এমনি অভিযোগ করেন আলহাজ্ব মোহাম্মদ কসিম উদ্দিন ও তার ছেলে আরমান হোসেন।

তারা অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরেই আমাদের চাতালটি প্রতিবেশি আক্কাস আলী গং দখলে নিতে চায়।
গত শুক্রবার দুপুরে আমরা নামাজ পড়তে গেলে তারা এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের অনুপস্থিতিতে আমাদের মিলের জায়গার উপর টিনের বেড়া স্থাপন করে। আমরা এর প্রতিবাদ করিতে গেলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালানোর চেষ্টা চালায়। তাদের দাবি এই জায়গাটি তাদের। আমরা এ বিষয় নিয়ে থানা সহ স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দিয়েছি। কিন্তু এর কোন সঠিক সমাধান পাইনি।

সংবাদ সম্মেলনে বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কসিম উদ্দীন সরকার, তার ছেলে আরমান হোসেন, বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর এ আলম সিদ্দিকী মুক্তি, ইলিয়াস আলী উপস্থিত ছিলেন।

এদিকে অভিযুক্ত আক্কাস আলী বলেন, জমির প্রকৃত মালিকানা আমার বাবার। জমি আমাদের দখলে রয়েছে, কাগজপত্র সবই আমাদের আছে। উল্টো তারাই আমাদের জমি নিতে চায় দখলে। আমরা প্রশাসনের সহযোগীতা চাই।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), আতিকুর রহমান জানান, এ বিষয়ে আরমান নামের একজন একটি অভিযোগ দিয়েছিলো। আমাদের পুলিশ মাঠ পর্যায়ে গিয়ে তাদের আদালতে যাবার পরামর্শ দিয়েছে। জমি বিষয়ে আমাদের কোন কিছু করার নেই।