গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের অংশহিসেবে ৫ মিনিট স্তব্ধ

বিভাগের বৈষম্য কমাও, দরিদ্র হঠাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিস্তা বাঁচাও নদী বাচাঁও সংগ্রাম পরিষদ আন্দোলনের কর্মসুচি অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে ৫ মিনিট স্তব্ধ কর্মসুচি পালিত হয়েছে।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ বেলকা ইউনিয়ন শাখার আলোজনে বৃহস্পতিবার (১লা জুন) রংপুর বিভাগীয় কর্মসুচির অংশ হিসেবে সকাল ১১টা হতে ১১টা ৫মিনিট পর্যন্ত বেলকা চৌরাস্তা মেড়ে হাতে হাত ধরে স্বব্ধ কর্মসুচি পালনে করে তিস্তা পারের মানুষজন।

এতে বক্তব্য রাখে উপজেলা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি মুন্সি আমিনুল ইসলাম সাজু, বেলকা ইউনিয়ন সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক ভান্ডারি একরামুল হক লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য আব্দুর রাজ্জাক, সরোয়ার হোসেন বাবু, শাহ সুলতান সরকার সুজন প্রমুখ।

বক্তাগণ সরকারের নিকট পদ্মা সেতু নির্মানের মত নিজস্ব অর্থায়নে তিস্তা বাচাঁও আন্দোলনের মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বরাদ্দ প্রদানের দাবি জানান।