রংপুরে ইক্ষু খামারে নিহত শ্রমিকদের স্মরণ সভা অনুষ্ঠিত
রংপুর সুগার মিলের আওতায় সাহেবগঞ্জ ইক্ষু খামারে গুলিতে নিহত শ্রমিকনেতা দুলু মেহেদুলের ৩১তম বার্ষিকী ও ইপিজেডের কাজ অবিলম্বে চালু করার দাবীতে সমাবেশ অনুষ্ঠিত।
এ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজারে ধান হাটিতে (৯ জুন) শুক্রবার বিকেল ৫ টায় শ্রমিকনেতা আলী আজগর আরজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জননেতা এম এ মতিন মোল্লা।
বক্তব্য রাখেন জেএসডি গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি জননেতা আইয়ুব হোসেন সরকার, বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক, রচিক ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা,বিশিষ্ট সাংবাদিক শাহ আলম সরকার সাজু, বাসদ সাধারণ সম্পাদক কালা মানিক দেব, জাতীয় কৃষক সমিতির সভাপতি রবিউল আউয়াল বিএসসি সহসভাপতি মমতাজ আলী প্রধান,কাটাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না,কৃষক লীগ নেতা আলম শেখ,সাহেব গঞ্জ ইক্ষু খামার শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক এনছের আলী, আঃ মান্নান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন